রাজধানীতে ছিনতাইয়ের চেষ্টাকালে হাতেনাতে ২ ছিনতাইকারীকে আটক করেছে সেনাবাহিনীর টহল দল। বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
জানা যায়, নিয়মিত টহলের অংশ হিসেবে দুপুরের দিকে ২৩ ইস্ট বেঙ্গলের ডেয়ারিং টাইগার্স টিমের একদল সদস্য মোহাম্মদপুর এলাকায় টহল দিচ্ছিলেন। ওই সময় তারা একদল ছিনতাইকারীকে এক নারীর ব্যাগ ছিনতাই করতে দেখেন।
পরে সেনা সদস্যদের উপস্থিতি টের পেয়ে ছিনতাইকারীরা এদিক-সেদিক দৌড়ে পালানোর চেষ্টা করে। ওই সময় ছিনতাইকারীদের তাড়া করে টহল দলের সদস্যরা দুইজনকে ধরতে সক্ষম হয়।
সেনাবাহিনী জানিয়েছে, আটক ২ ছিনতাইকারীর হাতে ট্যাটু রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের কিশোর গ্যাংয়ের সদস্য বলে স্বীকার করেছে। এ ঘটনায় পরবর্তী আইনি ব্যবস্থা নিতে আটকদের মোহাম্মদপুর থানায় হস্তান্তর করেছে সেনাবাহিনী।