মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৪:৩৯ পূর্বাহ্ন

কচুক্ষেতে সেনা-পুলিশের গাড়িতে আগুনের ঘটনায় আটক ৩

প্রতিনিধির / ৭ বার
আপডেট : শনিবার, ২ নভেম্বর, ২০২৪

রাজধানীর মিরপুর-১৪ নম্বর ও কচুক্ষেতে বিশৃঙ্খলা সৃষ্টিসহ সেনাবাহিনী ও পুলিশের গাড়িতে আগুন দেওয়ার ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার রাজধানীর ভাষানটেক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে। আটক তিনজন হলো রিফাত, হৃদয় ও ইয়াসিন।

আইএসপিআর জানিয়েছে, সেনাবাহিনীর সাঁড়াশি অভিযানের মাধ্যমে শুক্রবার ৩ জনকে ভাষানটেক থেকে আটক করা হয়। প্রয়োজনীয় জিজ্ঞাসাবাদ ও আইনি কার্যক্রম সম্পন্নের জন্য তাদের থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

পরিকল্পিতভাবে সেনাবাহিনীর গাড়িতে আগুন দেওয়া, জনমনে আতঙ্ক সৃষ্টি করা এবং সরকারি সম্পদ বিনষ্টকারী এই দুষ্কৃতকারীদের বিরুদ্ধে বাংলাদেশ সেনাবাহিনীর এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছে আইএসপিআর।এর আগে, কচুক্ষেত এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে একটি পোশাক কারখানার শ্রমিকেরা। এ সময় সেনাবাহিনীর একটি গাড়ি এবং পুলিশের লেগুনায় আগুন দেওয়া হয়েছে। এই ঘটনায় গুলিবিদ্ধ হয়েছেন দুজন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ডায়না গার্মেন্টসের শ্রমিকেরা বিভিন্ন দাবিতে কচুক্ষেত সড়কে বিক্ষোভ করেন। এক পর্যায়ে রাস্তা অবরোধের চেষ্টা করেন তাঁরা। পুলিশ ও সেনাবাহিনী শ্রমিকদের শান্ত করতে আসলে তাদের ওপর ইট–পাটকেল ছুড়তে থাকেন আন্দোলনকারীরা। আত্মরক্ষায় পুলিশ লাঠিচার্জ করে। এ সময় গুলিবিদ্ধ হন শ্রমিক আল আমিন (১৭) ও রুমা বেগম (১৫)।

তারা আরও জানান, এ সময় সেনাবাহিনীর গাড়ি ও পুলিশের গাড়িতে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেন শ্রমিকেরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী কঠোর অবস্থানে যায়। পুরো এলাকা বন্ধ করে চলাচল নিয়ন্ত্রণ করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

Categories