ফরিদপুুরের ভাঙ্গা উপজেলার নিখোঁজের ৩ দিন পর খাল থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২ নভেম্বর) সকালে স্থানীয় পাচকুল মাদরাসার সামনে তার মরদেহ ভেসে থাকতে দেখেন জেলেরা। পরে খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
নিহত বৃদ্ধের নাম সারোয়ার সিকদার। তিনি উপজেলার চান্দ্রা ইউনিয়নের গোয়ালবেড়া গ্রামের মৃত জমির সিকদারের পুত্র।
এ বিষয়ে নিহতের মেয়ে শারমিন আক্তার জানান, আমার বাবা মাদকাসক্ত ছিল। গত ৩১ অক্টোবর রাত আটটার দিকে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি তিনি। পরে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোকসেদুর রহমান জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।