শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৭:৩৮ অপরাহ্ন

পশুর চ্যানেলে গ্যাসবাহী জাহাজের ধাক্কা

প্রতিনিধির / ১৬ বার
আপডেট : শনিবার, ২ নভেম্বর, ২০২৪

মোংলা বন্দরের পশুর চ্যানেলে গ্যাসবাহী জাহাজের ধাক্কায় একটি কয়লাবাহী জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। এ সময় পানির ঢেউয়ে পাশে থাকা কাঁকড়া ধরার নৌকায় পাঁচ জেলে নদীতে পড়ে যায়। তাদের মধ্যে চারজনকে উদ্ধার করা গেলেও একজন নিখোঁজ রয়েছে। শুক্রবার (১ নভেম্বর) রাতে এ দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ ওই জেলের নাম আব্দুল হাকিম (১৮)। তার বাড়ি খুলনার লাউডোব এলাকায়। তাকে উদ্ধারে শনিবার (২ নভেম্বর) বেলা ১১টা থেকে উদ্ধার অভিযান চালাচ্ছে মোংলা কোস্ট গার্ড।

মোংলা বন্দর কর্তৃপক্ষের হারবার বিভাগ জানায়, বন্দরে অবস্থানরত বাংলাদেশি পতাকাবাহী ‘এমভি রয়েল ইমেজ’ থেকে এমভি মিজান নামে একটি লাইটার জাহাজ ৫০০ মেট্রিকটন কয়লা বোঝাই করে যশোরে যাচ্ছিল। এ সময় উল্টো দিক থেকে আসা গ্যাসবাহী জাহাজ ‘এমভি এরা স্টার’ ধাক্কা দিলে ওই লাইটার জাহাজটি ডুবে যাওয়ার উপক্রম হলে বন্দরের জাহাজ সারথী সেটিকে উদ্ধার করে।

তবে এ সময় নদীতে কাঁকড়া ধরার নৌকায় থাকা পাঁচজন জেলে ছিটকে পড়ে। চারজন উদ্ধার হলেও আব্দুল হাকিম নামের এক জেলে নিখোঁজ রয়েছে। তাকে উদ্ধারে শনিবার সকাল থেকে দুর্ঘটনাস্থলে পশুর নদের করমজল এলাকায় অভিযান অব্যাহত রয়েছে। তবে দুপুর ১টা পর্যন্ত তাকে উদ্ধার করা যায়নি।

কোস্ট গার্ড পশ্চিম জোনের (মোংলা সদর দফতর) পেটি অফিসার (ড্রাইভার ব্রাঞ্চ) মো. জাকির বলেন, নিখোঁজ জেলেকে উদ্ধারে কোস্ট গার্ডের দুইটি টহল টিম সার্চ অ্যান্ড রেস্কিউ অভিযান চলমান রয়েছে। তবে পশুর চ্যানেল স্বাভাবিক রয়েছে। নৌযান চলাচলে কোনো ধরনের বাধা সৃষ্টি হয়নি।

এদিকে, গ্যাসবাহী জাহাজের ধাক্কায় ক্ষতিগ্রস্ত লাইটার জাহাজ এমভি মিজানের মালিক সোহাগ মোল্লা বলেন, তাদের বড় ধরনের ক্ষতি হয়েছে। এ ঘটনায় মোংলা থানায় সাধারণ ডায়েরি করেছেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

Categories