মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৪:৪৬ পূর্বাহ্ন

ট্রেন আটকে রেখে ছাত্রদলের বিক্ষোভ

প্রতিনিধির / ১২ বার
আপডেট : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪

বেনাপোল ও সুন্দরবন এক্সপ্রেস ট্রেন তুলে নেয়ার খবরে আজও রাজবাড়ী রেলওয়ে স্টেশনে বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। রোববার (৩ নভেম্বর) বেলা ১১টার দিকে খুলনাগামী সুন্দরবন ও ঢাকাগামী মধুম‌তি এক্সপ্রেস ট্রেন আটকে দিয়ে বিক্ষোভ করেছে ‌জেলা ছাত্রদল।

রোববার রাজবাড়ী রেলওয়ে স্টেশনের ২ নম্বর প্লাটফর্মে আসা সুন্দরবন এক্সপ্রেস ট্রেনে‌র সামনের লাইনে দাঁড়িয়ে বিক্ষোভ শুরু করেন তারা। পরে মধুম‌তি এক্সপ্রেস ট্রেনটি স্টেশনে পৌঁছলে সেটিও আটকে দেয় তারা। এরপর স্টেশন মাস্টারের সাথে দেখা করতে যায় বিক্ষোভকারীরা। তারপর ট্রেন দুটি তুলে নেয়া হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়ে রেললাইন থেকে সরে যান বিক্ষোভকারীরা।

এদিকে, বিক্ষোভের কারণে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন ২০ মি‌নিট এবং মধুম‌তি এক্সপ্রেস ট্রেন ৩৫ মি‌নিট দেরিতে গন্তব্যের উদ্দেশ্যে ছেড়ে যায়।

এর আগে, গতকাল শনিবার রাতে একই দাবিতে ভাঙ্গাগামী রাজবাড়ী এক্সপ্রেস ট্রেন আটকে বিক্ষোভ করেন এলাকাবাসী। এ বিষয়ে স্টেশন মাস্টার তন্ময় কুমার দত্ত বলেছিলেন, আগামী ১৫ নভেম্বর থেকে এই দুটি ট্রেন তুলে নেয়া হবে এমন খবরে বিক্ষোভ হয়েছে। তবে এ বিষয়ে এখনও কোনো চি‌ঠি বা প‌রিপত্র পাইনি। শুধু সামা‌জিক যোগাযোগমাধ্যমে এমন খবর শুনেছি। তারপরও বিষয়‌টি রেলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো।

জানা ‌গেছে, ২০২৩ সালের নভেম্বরে রাজবাড়ী উপর দিয়ে বেনাপোল ও সুন্দরবন এক্সপ্রেস নামের দুটি ট্রেন চলাচল শুরু করে। এতে অল্প সময়ে ঢাকায় যাওয়া-আসার সুযোগ হয় রাজবাড়ীবাসীর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

Categories