লেবাননে বিমান হামলায় নিহত যুবক মোহাম্মদ নিজাম উদ্দিনের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার খাড়েরা এলাকায়। নিজামের মৃত্যুতে তাঁর গ্রামের বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে। গতকাল শনিবার রাতে খবর পাওয়ার পরই কান্নায় ভেঙ্গে পড়েন পরিবারের সদস্যরা।নিজাম খাড়েরা ইউনিয়নের খাড়েরা গ্রামের মোহাম্মদ আব্দুল কুদ্দুসের ছেলে। পরিবারের সদস্যরা জানান, ১২ বছর আগে লেবাননে যান নিজাম।
খাড়েরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মনিরুজ্জামান জানান, শনিবার কর্মস্থলে যাওয়ার পথে হামলায় নিজাম নিহত হয়েছেন বলে তাঁর বড় ভাই নিশ্চিত করেছেন। মরদেহ সেখানে হিমঘরে রাখা আছে।
এদিকে পরিবারের সদস্যরা নিজামের মরদেহ দেশে আনার দাবি জানিয়েছেন। যদিও যুদ্ধ পরিস্থিতিতে ফ্লাইট না থাকার কারণে মরদেহ বাংলাদেশে আনা সম্ভব হবে না বলে জানিয়েছে বৈরুতে বাংলাদেশ দূতাবাস কর্তৃপক্ষ।
বাংলাদেশ দূতাবাস কর্তৃপক্ষ জানিয়েছে, মরহুমের স্ত্রীর সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। ফ্লাইট না থাকার কারণে মরদেহ বাংলাদেশে আনা সম্ভব হবে না বলে তাঁকে জানানো হয়েছে।