মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৫:২১ পূর্বাহ্ন

লড়াই করলেও অস্ট্রেলিয়ার কাছে পাকিস্তানের হার

প্রতিনিধির / ২৫ বার
আপডেট : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪

প্রথম ওয়ানডেতে পাকিস্তানকে ২ উইকেটে হারিয়ে সিরিজে ১-০’তে এগিয়ে গেল অস্ট্রেলিয়া। পাকিস্তানের দেয়া ২০৪ রানের জবাবে ৯৯ বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছে যায় স্বাগতিকরা।

সোমবার (৪ নভেম্বর) মেলবোর্নে টস হেরে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি সফরকারীদের। মিচেল স্টার্কের জোড়া শিকার হয়ে ফেরেন দুই ওপেনার সায়েম আইয়ুব ও আসাদুল্লাহ শফিক। এরপর ৩৭ রান করা বাবর আজমকে বোল্ড করেন অ্যাডাম জাম্পা। দলীয় সর্বোচ্চ ৪৪ রান আসে অধিনায়ক রিজওয়ানের ব্যাট থেকে। শেষ দিকে নাসিম শাহর ৪০ রানে ২০ বল হাতে রেখেই ২০৩ রানে অলআউট হয় পাকিস্তান।

জবাবে ২৮ রানে দুই ওপেনারকে হারায় অস্ট্রেলিয়া। তবে ৮৫ রানের জুটি গড়ে বিপর্যয় সামাল দেন স্টিভেন স্মিথ ও জশ ইংলিশ। স্মিথ ৪৪ ও ইংলিশ ৪৯ রানে সাজঘরে ফেরেন। এরপর দ্রুত কিছু উইকেট হারালে ১৫৫ রানে ৭ উইকেটের দলে পরিণত হয় অস্ট্রেলিয়া।

শেষ দিকে প্যাট কামিন্সের অপরাজিত ৩২ রানে ২ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে অজিরা। ৩ উইকেট নিয়ে ম্যাচ সেরা হয়েছেন অজি পেসার মিচেল স্টার্ক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

Categories