শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৯:১৬ অপরাহ্ন

হিযবুত তাহরীর মাহফুজ ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ দুজন ভিন্ন ব্যক্তি

প্রতিনিধির / ১০ বার
আপডেট : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪

হিযবুত তাহরীর নেতা আবদুল্লাহ আল মাহফুজ এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম দুজন ভিন্ন ব্যক্তি বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং। সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টের মাধ্যমে ‘সিএ প্রেস উইং ফ্যাক্টস’ এ তথ্য জানায়।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলমকে হিযবুত তাহরীরের সদস্য হিসেবে দাবি করে ফেসবুক পোস্টটি অসত্য দাবী করে দেয়া ‘সিএ প্রেস উইং ফ্যাক্টস’ এর ফেসবুক পোস্টে বলা হয়, পোস্টটিতে ইংরেজি দৈনিক, দ্য বিজনেস স্ট্যান্ডার্ড দ্বারা প্রকাশিত একটি নিবন্ধের একটি স্ক্রিনশট রয়েছে, যেখানে আবদুল্লাহ আল মাহফুজ নামে এক ব্যক্তিকে হিযবুত তাহরীরের কথিত সদস্য হিসাবে উল্লেখ করা হয়েছে। অভিযুক্ত আবদুল্লাহ আল মাহফুজ ও বিশেষ সহকারী মাহফুজ আলম দুজন ভিন্ন ব্যক্তি।

প্রেস উইং আরও জানায়, দৈনিক আজকের পত্রিকার ফ্যাক্ট-চেকিং ইউনিট রোববার এক প্রতিবেদনে বিষয়টি পরিষ্কার করেছে।

এছাড়াও মাহফুজ আলম সম্প্রতি একটি পোস্টে বলেছেন যে, শেখ হাসিনার স্বৈরাচারের বিরুদ্ধে গণঅভ্যুত্থানের নেতৃত্বদানকারী ছাত্র আন্দোলনের একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। তিনি কখনই হিযবুত-তাহরীর বা অন্য কোনও নিষিদ্ধ বা ইসলামপন্থী গোষ্ঠীর সদস্য ছিলেন না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

Categories