শিরোনাম:
বগুড়ায় ট্রাকের ধাক্কায় অটো ভ্যানে থাকা মা ও মেয়ে নিহত চুয়াডাঙ্গায় বিদ্যুৎপস্টের প্রাণ গেছে একজনের রাস্তা খোঁড়াখুঁড়ি নিয়ে ডিএমপির এক গুচ্ছর নির্দেশনা দিয়েছে ডিএমপি ত্রাণ উপদেষ্টার সংবাদ বর্জন করেছেন কুড়িগ্রামের সাংবাদিকেরা অবৈধ সম্পদ অর্জনের দায়ে সাবেক প্রতিমন্ত্রী ওমর ফারুক ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক লক্ষ্মীপুরে দিনের বেলা খাবার গ্রহণ করার অপরাধে কান ধরে উঠবস করানো হয়েছে কয়েকজনকে মুন্সিগঞ্জের ডেরায় নিয়ে শিশুকে ধর্ষণের চেষ্টাকালে এক জেলেকে ধরে পুলিশে দিয়েছে জনতা ঝিনাইদহে পাওনা টাকা আদায়ের জেরে বিপক্ষে সংঘর্ষে ১৪ জন আহত রাশিয়ার সঙ্গে ৩০ দিনের যুদ্ধ বিরতিতে রাজি হয়েছে ইউক্রেন ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট কে আটক করে নেয়া হচ্ছে আন্তর্জাতিক আদালতে
বুধবার, ১২ মার্চ ২০২৫, ১০:০২ অপরাহ্ন

গান বাংলার চেয়ারম্যান তাপস গ্রেপ্তার

প্রতিনিধির / ৪৩ বার
আপডেট : সোমবার, ৪ নভেম্বর, ২০২৪

গায়ক-সুরকার-সংগীত পরিচালক ও গান বাংলা চ্যানেলের প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপসকে রাজধানীর উত্তরা থেকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। রোববার (৪ নভেম্বর) মধ্যরাতে তাকে গ্রেপ্তার করে উত্তরা পূর্ব থানা পুলিশ।

পুলিশ জানায়, জুলাই-আগস্টে গণহত্যার ঘটনায় উত্তরা পূর্ব থানায় দায়ের করা মামলায় গতরাত ১২টা ৫ মিনিটের সময় ভাটারা থানার প্রগতি স্মরনী থেকে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন উত্তরা পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ম. মহিববুল্লাহ। তিনি বলেন, গান বাংলা টিভির চেয়ারম্যান কৌশিক হাসান তাপসকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে উত্তরা পূর্ব থানায় একটি মামলা রয়েছে। গুলি করার অভিযোগে এই মামলাটি করা হয় এবং এই মামলায় তিনি এজাহার নামীয় আসামি।

কৌশিক হাসান তাপসকে আজ আদালতে তোলা হবে বলে জানান তিনি।

ইশতিয়াক মাহমুদ নামে একজন ব্যবসায়ী মামলাটি করেন। মামলার এজাহারে বলা হয়, বৈষম্য বিরোধী আন্দোলনের বিপক্ষে থেকে গান বাজনার মাধ্যমে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সন্ত্রাসী ক্যাডারদের উৎসাহ ও ছাত্র জনতার আন্দোলনকে নস্যাৎ করার চেষ্টা করে গান বাংলার তাপস। গত ১৮ জুলাই বৈষম্য বিরোধী ছাত্রজনতার আন্দোলন চলাকালে আসামীদের ছোড়া গুলিতে বাদীর পেটে গুলি লাগে। গুরুতর আহত হয়ে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে থেকে অপারেশনের মাধ্যমে তার পেটের গুলি বের করা হয়।

এ ঘটনায় গত ২৯ সেপ্টেম্বর ইশতিয়াক মাহমুদ বাদী হয়ে উত্তরা পূর্ব থানায় হত্যাচেষ্টার অভিযোগে মামলা দায়ের করেন। মামলায় সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনসহ ১২৬ জনকে আসামি করা হয়। এ মামলায় কৌশিক হোসেন তাপস এজাহারভুক্ত ৯ নম্বর আসামি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ