আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও সড়কে বেপরোয়া গাড়ি চালানো বন্ধে গতকাল সোমবার রাতে রাজধানীর বিভিন্ন এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি করে যৌথবাহিনী। অবৈধ অস্ত্র, মাদক বহনসহ অপরাধ ঠেকাতে এমন অভিযান বলে জানিয়েছেন কর্মকর্তারা। যৌথ অভিযানে সেনাবাহিনীর পাশাপাশি সক্রিয় ভূমিকায় ছিলেন পুলিশের সদস্যরা।
গতকাল মধ্যরাতে রাজধানীর বিভিন্ন সড়কে দেখা যায় সেনাবাহিনীসহ আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা। সম্প্রতি অপরাধ বাড়ায় আতঙ্ক ছড়িয়ে পড়া মোহাম্মদপুরে চেকপোস্ট বসিয়ে যানবাহনে তল্লাশি ও কাগজপত্র যাচাই করেন সেনা সদস্যরা। অভিযানে সেনাবাহিনীর সঙ্গে ছিলেন থানা ও ট্রাফিক পুলিশ। সন্দেহভাজন নারীদের তল্লাশির জন্য দলে ছিল মহিলা পুলিশ।
মোহাম্মদপুর অস্থায়ী ক্যাম্পের কমান্ডার মেজর নিয়ামুল বলেন, ‘এক সপ্তাহ ধরে জেনেভা ক্যাম্প, রায়েরবাজারসহ অন্যান্য সকল জায়গায় অভিযান পরিচালনা করা হচ্ছে। আশা করছি এই পরিস্থিতি আগের তুলনায় প্রতিদিনই ভালো হচ্ছে।’
মোহাম্মদপুর ছাড়া শ্যামলী শিশুমেলা ও সাইন্সল্যাব এলাকাতেও চেকপোস্ট বসিয়ে তল্লাশি করা হয়। এ সময় ট্রাফিক আইন না মানায় বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ ও জরিমানা করা হয়।
মোহাম্মদপুর ক্যাম্পের কমান্ডার মেজর কাজী সাদির বলেন, ‘এই অভিযান মানুষের মনে ইতিবাচক ভূমিকা পালন করছে। গত কয়েকদিনে এই সময়টাকে অনেকে অসৎভাবে ব্যবহার করেছে। সুতরাং যতদিন পর্যন্ত আমাদের মনে হবে আমরা এটা চালিয়ে যাব।
ট্রাফিক তেজগাঁও বিভাগের ট্রাফিক সার্জেন্ট তোছাদ্দেক বলেন, ‘গাড়ির কাগজপত্র, বেপরোয়া গতিতে গাড়ি চালানো এগুলার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিচ্ছি।’
কামরাঙ্গীরচরেও একইভাবে কার্যক্রম চালায় যৌথবাহিনী। এমন তৎপরতায় আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে, আশা সেনাবাহিনীর। অস্ত্র ও মাদক উদ্ধারে কার্যক্রম আরও জোরদার করা হবে, জানালেন কর্মকর্তা।
লালবাগ ক্যাম্পের কমান্ডার মেজর আসিফ ইকবাল বলেন, ‘প্রতিদিন অভিযান পরিচালনার কারণে ইদানীং লোকজন খুবই সতর্ক। এখন কেউ কোনো অবৈধ অস্ত্র নিয়ে ঘুরছে না।’
এ প্রশ্নের জবাবে মোহাম্মদপুর অস্থায়ী ক্যাম্পের কমান্ডার মেজর নিয়ামুল বলেন, ‘অস্ত্র উদ্ধারে আমরা সরাসরি অভিযানে যাব। গোয়েন্দা সংস্থাসহ আমাদের পুলিশ, র্যাব কাজ করে যাচ্ছে। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে এগুলা অভিযান পরিচালনা করা হবে। এ ছাড়া অস্ত্র উদ্ধার অভিযান এবং মাদকের বিরুদ্ধে অভিযানে গুরুত্বের ওপর ভিত্তি করে করা হয়ে।’
রাজধানীর এসব অভিযান সমন্বয় করছেন সেনাবাহিনীর ৪৫ স্বতন্ত্র ফিল্ড কোম্পানি ইঞ্জিনিয়ার্স এর মেজর রাফি হাসান।