বাংলাদেশ–আফগানিস্তান প্রথম ওয়ানডে ম্যাচে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে আফগানিস্তানের অধিনায়ক হাসমত উল্লাহ শহিদি। বুধবার ( ৬ নভেম্বর) বিকেল ৪টায় লড়াইয়ে নামবে আফগানিস্তান এবং বাংলাদেশ। ভেন্যু শারজা ক্রিকেট স্টেডিয়াম।
আফগানিস্তানের বিপক্ষে জয় দিয়ে ইতিহাস পাল্টানোর মিশন সামনে টাইগারদের। ব্যাটিং ব্যর্থতা কাটিয়ে ওঠার মিশনে, শান্ত-মুশফিকদের কঠিন পরীক্ষা নিতে প্রস্তুত রশিদ-নবীরা। যারা মাঠে নামবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ জয়ের টাটকা স্মৃতি নিয়ে।
দুদলের ১৬বারের মুখোমুখি লড়াইয়ে অবশ্য এগিয়ে বাংলাদেশ। তাদের ১০ জয়ের বিপরীতে আফগানিস্তান জিতেছে ৬ ম্যাচে। যেখানে ঘরের মাঠে তিন সিরিজ খেলে আফগানদের হারিয়েছে দুটিতেই। তবে ২০২৩ সালে ২-১ ব্যবধানে হারতে হয়েছিলো টাইগারদের। ২৯ বছর পর শারজায় ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ। এর আগে এই মাঠে ৬ ম্যাচ খেলে জয় নেই একটিতেও। এমনকি টি-২০ ম্যাচ খেলেও জয়ের স্বাদ পায়নি লাল-সবুজের প্রতিনিধিরা।
বাংলাদেশ একাদশ
জাকির হাসান, তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, সৌম্য সরকার, তাওহিদ হৃদয়, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম।
আফগানিস্তান একাদশ
রাহমানুল্লাহ গুরবাজ, সেদিকুল্লাহ অতল, রহমত শাহ, হাসমতুল্লাহ শহিদি, আজমতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, গুলবদিন নাইব, রশিদ খান, আল্লাহ গযনাফার, নেঙ্গেলিয়া খারুতি, ফজলহক ফারুকি।