শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৯:০০ অপরাহ্ন

সাতক্ষীরায় সড়কে ঝরল ৩ জনের প্রাণ

প্রতিনিধির / ১০ বার
আপডেট : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪

সাতক্ষীরায় ট্রাকের চাপায় ৩ জন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ নভেম্বর) ভোররাতে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের বিনেরপোতা মোড়ে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, যশোর জেলার ঝিকরগাছা থানার কীর্তিপুর গ্রামের আজিজুর রহমান (২৮), তালার জেঠুয়া গ্রামের শামসুর রহমানের ছেলে আছাদুল ফকির (৫৫) ও সুজনশাহ গ্রামের আব্দুল আজিজের ছেলে সেলিম (৩৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে ভাড়ায় চালিত মোটরসাইকেলে দুই যাত্রী সদর থেকে পাটকেলঘাটার দিকে যাচ্ছিলেন। পথে সাতক্ষীরা-খুলনা মহাসড়কে বিপরীত দিক থেকে আসা ডাম্পিং ট্রাকের চাপায় তারা নিহত হন।

সাতক্ষীরা ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর নুরুল ইসলাম বলেন, খবর পেয়ে ভোরে ঘটনাস্থলে এসে একজনকে গুরুতর অবস্থায় দেখে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থলে দুইজন আগেই নিহত হন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

Categories