শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৩:২২ অপরাহ্ন

অন্তর্বর্তী সরকার সংস্কারের অনেক কাজ করেছে ফ্যাসিবাদের বিচারের উদ্যেগ নিয়েছে

প্রতিনিধির / ১৩ বার
আপডেট : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অন্তর্বর্তী সরকারকে সময় দিতে হবে। তিন মাসে এই সরকার অনেক কাজ করেছে, সংস্কারের জন্য অনেক কমিশন করেছে, ফ্যাসিবাদের বিচারের উদ্যেগ নিয়েছে। এই সুযোগ আমাদের হাতছাড়া করা যাবে না।

শনিবার (৯ নভেম্বর) দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে ইয়ুথ ফোরাম আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

বিএনপি মহাসচিব বলেন, জনগণের অংশগ্রহণ ছাড়া কোনও সংস্কার অর্থবহ হবে না, আর তা হতে হবে সংসদীয় ব্যবস্থায়, সেজন্য নির্বাচন দরকার। বিভিন্ন ধরনের নেতিবাচক কথার কারণে ফ্যাসিবাদীরা ষড়যন্ত্র করার সুযোগ পাচ্ছে, কোনও কোনও মিডিয়া সেটিকে আবার প্রমোট করছে, এটা বন্ধ করতে হবে।

তরুণ-যুবকরাই দেশের ভবিষ্যৎ উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, বয়স্কদের অভিজ্ঞতার সাথে যুবকদের শক্তি, সাহসকে এক করে দেশের কাজে লাগাতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

Categories