শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৩:১৭ অপরাহ্ন

ঝিনাইদহে বিএনপির দু’গ্রুপের বিবাদ

প্রতিনিধির / ১১ বার
আপডেট : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪

ঝিনাইদহের কালীগঞ্জে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির একপক্ষের ওপর হামলা চালানোর অভিযোগ উঠেছে আরেক পক্ষের বিরুদ্ধে। এসময় ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতিকে কুপিয়ে জখম করা হয়। শনিবার (৯ নভেম্বর) সকালে কোলা বাজারে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে কোলা বাজারে বসেছিলেন ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি গোলাম সরোয়ার হোসেন মোল্লা। সে সময় রাজনৈতিক প্রতিক্ষপক্ষের লোকজন তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে।

আশপাশের লোকজন ছুটে এলে পালিয়ে যায় হামলাকারীরা। সেখান থেকে তাকে উদ্ধার করে প্রথমে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হলে সরোয়ারকে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নেন চিকিৎসক।

স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ জানিয়েছে, কোলা বাজারে আধিপত্য বিস্তার নিয়ে গোলাম সরোয়ার হোসেন মোল্লার সাথে পাশেরই জামাল ইউনিয়নের বিএনপি নেতা হারুনুর রশিদের দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। তারই পরিপ্রেক্ষিতে হারুনের লোকজন সরোয়ারকে পেয়ে হামলা চালায়।

পুলিশ জানিয়েছে, ঘটনার পর থেকে এলাকার নিরাপত্তা বাড়ানো হয়েছে। এখন পরিস্থিতি আইন-শৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

Categories