গত ৩০ অক্টোবর টানা দ্বিতীয়বারের মতো মেয়েদের সাফে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। সাবিনা খাতুনদের এমন সফলতার পরও এতদিন বাফুফে থেকে তাঁদের পুরস্কার দেওয়া হয়নি।
আজ বাফুফের নতুন কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। সেই সভা শেষে সাবিনা খাতুনদের দেড় কোটি টাকা পুরস্কার দেওয়া ঘোষণা এসেছে।
বাফুফের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু সভা শেষে ব্রিফিং করেন। তিনি উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘সাফ চ্যাম্পিয়ন নারী দলকে বাফুফের পক্ষ থেকে দেড় কোটি টাকা প্রদান করা হবে। আমরা খুব শিগগিরই একটি অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের সামনে এটি প্রদান করব।’
শুধু খেলোয়াড় নয়, দলের সঙ্গে থাকা সবাই এই পুরস্কারের আওতায় আছেন বলে জানানো হয়েছে।এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও (বিসিবি) সাবিনা খাতুনদের জন্য ২০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করে।