শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৮:০৮ অপরাহ্ন

সিভিল সার্ভিসে আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের দাবি

প্রতিনিধির / ১৫ বার
আপডেট : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪

বাংলাদেশ সিভিল সার্ভিসে এবার আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের দাবি উঠেছে। এমন দাবি জানিয়েছেন সিভিল সার্ভিসের বৈষম্য বিরোধী কর্মকর্তাদের সংগঠন আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ।

শনিবার (৯ নভেম্বর) রাজধানীর সেগুনবাগিচায় গণপূর্ত অধিদপ্তরের অডিটোরিয়ামে এক গোলটেবিল বৈঠকে এমন দাবি জানান তারা। এই দাবির সঙ্গে একাত্মতা ঘোষণা করেন বৈঠকের আমন্ত্রিত অতিথিরাও।

বক্তারা বলেন, প্রতিটি ক্যাডার স্বাধীন হওয়া উচিৎ। সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রধান ওই ক্যাডার থেকেই হওয়ার সুযোগ দিতে হবে, তাহলেই ক্যাডার বৈষম্য দূর হবে।

রাষ্ট্র সংস্কারে উল্লেখযোগ্য অগ্রগতি নেই দাবি করে, অন্তর্বর্তী সরকারের সমালোচনাও করেন বক্তারা। তারা বলেন, গণঅভ্যুত্থ্যানের মাধ্যমে রাষ্ট্রক্ষমতায় আসা সরকারের বিপ্লবী চরিত্র হওয়া উচিৎ ছিল, কিন্তু বাস্তবা তা ভিন্ন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

Categories