অন্তরবর্তী সরকারের বৈধতা অভভুত্থান বলে মন্তব্য করেছেন শ্রম উপদেষ্টা আসিফ মাহমুদ। রোববার (১০ নভেম্বর) সচিবালয়ে বর্তমান শ্রম পরিস্থিতি পর্যালোচনা বিষয়ক সমন্বয় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবেএ কথা বলেন তিনি।
উপদেষ্টা আসিফ বলেন ,গত ৩ মাস আপনারা আমাদের কাজের অগ্রগতি দেখেছেন। সংস্কার কমিশন গুলোর সঙ্গে প্রধান উপদেষ্টা নিয়মিত বসছেন। রিপোর্টের ভিত্তিতে সংস্কার কাজ চলবে। যেটা সিদ্ধান্ত হয়েছে সেটা হচ্ছে লিগ্যাল রেটিফিকেশন এবং অন্যান বিষয়।
তিনি আরও বলেন, ফ্যাসিবাদী ব্যবস্থা বিলোপ করার জন্যই সংস্কার কমিশনগুলো গঠন করা হয়েছে। সংস্কার কমিশনের প্রস্তাবনার ভিত্তিতে স্টেকহোল্ডারদের সঙ্গে বসে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসে সংস্কার কার্যক্রম শেষ করার রূপরেখা এরইমধ্যে দেয়া হয়েছে। এর মাদ্ধমে নতুন বাংলাদেশ বাস্তবায়ন সম্ভব হবে