রাজধানীর কাফরুলে কালভার্ট স্টিল ব্রিজের পাশে একটা বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫জন দগ্ধ হয়েছে। রবিবার রাট ১২টার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির জরুরি বিভাগে নিয়ে আসা হয়।
বিস্ফোরণে যারা আহত হয়েছেন তারা হলেন রাজীব(২১), সুমি আক্তার (১৮), সাহানা আক্তার (২২), সুমন মিয়া (২৫),সুবর্ণা আক্তার (২২)।
বিষয়টি নিশ্চিত করেছেন ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি চিকিৎসা ডক্টর তরিকুল।তিনি বলেন রাজীবের ৬%, সুমির ২%, সাহানের ৫%, সুমনের ৩%,সুবর্ণার ৬% পুড়েছে। দগ্ধ্যের পরিমান কম হওয়া তে সবাই শঙ্কা মুক্ত। তারা এখন জরুরি বিভাগে নিবিড় পর্যবেক্ষণে রয়েছে।
আহতদের হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী আসাদুল মণ্ডল জানান, তারা গার্মেন্টস কর্মী। কাফরুলের ওই বাড়ির দ্বিতীয় তলায় তারা সবাই ভাড়ায় থাকতেন। গতরাতে গ্যাসের সিলিন্ডার পরিবর্তন করে চুলায় সংযোগ দেয়ার সময় চুলা জ্বালাতে গিয়ে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। আগুন নেভাতে গিয়েই তারা দগ্ধ হন। তবে দ্রুত আগুন নিভিয়ে ফেলায় ক্ষতি কম হয়েছে বলেও জানান তিনি।