শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৩:৫৬ পূর্বাহ্ন

খাদ্য পণ্যের দামে স্বস্তি ফেরানোর অঙ্গীকার নতুন উপদেষ্টার

প্রতিনিধির / ১১ বার
আপডেট : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪

বাণিজ্য উপদেষ্টা বলেন যারা আন্দোলন করেছেন তাদের আবেগের সাথে আমার কোন দ্বিমত নেই ।তবে আমার ধারণা উনাদের তথ্যের ভিত্তি সঠিক নয়।

নতুন এই বাণিজ্য উপদেষ্টা আরো বলেন আমি ছাত্র আন্দোলনের চেতনার সঙ্গে ছিলাম সামনে বাজারে স্বস্তি ফেরাতে কাজ করব। মানুষের কষ্ট আমি বুঝি মুদ্রাস্ফীতির ফলে আমাদের টাকার অংক যেটা বেড়েছে ক্রয় ক্ষমতা সেভাবে বাড়েনি। বরং ক্ষমতা কমেছে। আমরা যদি একজন শ্রমিকের দিকে দেখি তাহলে তার জীবনমানের মধ্যে কম্প্রোমাইজ চলে এসেছে।

কর্মকর্তাদের উদ্দেশ্যে শেখ বশির উদ্দিন বলেন, আমি আপনাদের কাছে কোনো ম্যাজিক প্রত্যাশা করছি না। আমরা সম্মিলিতভাবে কাজ করব। আপনারা আমাকে সহযোগী হিসেবে পাবেন। আপনাদের কাজকে আরও কার্যকর করার জন্য ইনসাফের সঙ্গে আমার সক্ষমতা অনুযায়ী চেষ্টা করব।

রবিবার সন্ধ্যায় উপদেষ্টা হিসেবে রাষ্ট্রপতি মোঃ শাহাবুদ্দিনের কাছে শপথ নেন শেখ বশির উদ্দিন।পরে তাকে বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব দেওয়া হয় ।দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী আকিজ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক।

এদিকে শপথ গ্রহণের পরেই বঙ্গভবনের সামনে শেখ বশিরউদ্দীনের বিরুদ্ধে মশাল মিছিল করেছে গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। মিছিলে অংশগ্রহণকারীরা জানান, বশিরউদ্দীন আওয়ামী লীগের দোসর। তাকে উপদেষ্টা পরিষদে জায়গা দেয়া মানে আওয়ামী লীগকে পুনর্বাসনের প্রক্রিয়া চলছে। তাই উপদেষ্টা পরিষদ থেকে শেখ বশিরকে সরিয়ে দেয়ার দাবি জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

Categories