ছেলের ছুরিকাঘাতে মা দিনু বেগম নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে রাজধানীর উত্তরা বাউনিয়া এলাকায়। রবিবার ভোরে এ ঘটনা ঘটে। পরে সিরিয়াস অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার মৃত ঘোষণা করে।
নিহত দিনু বেগম স্বামী নুরুল আমিন ও ছেলে জিহাদ কে নিয়ে বাউনিয়া এলাকায় ভাড়া থাকতেন। তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহে গৌরীপুরে নালব্যাঙ্গা গ্রামে। ঢাকায় তার স্বামী দিন মজুরের কাজ করতেন।
তাদের ছেলে জিহাদ(২৫) কিছুই করে না। মাঝে মধ্যে টাকার জন্য তার মায়ের সঙ্গে খারাপ ব্যবহার করতো। ভোরে স্ত্রী দিনু বেগমের চিৎকারে ঘুম ভাঙ্গে। দেখতে পায় জিহাদ তার মাকে ছুরিকাঘাত করেছে। পরে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে তিনি মারা যান। ঘটনার পরে জিহাদ পালিয়ে গেছে।