শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০২৪, ০৮:৩২ অপরাহ্ন

পেটের ভিতর ইয়াবা নিয়ে পাচারের চেষ্টা

প্রতিনিধির / ৯ বার
আপডেট : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪

ঢাকা বিমানবন্দর এলাকায় ৩০৮০ পিস ইয়াবা নিয়ে মাদক কারবারির সক্রিয় সদস্য ১জন আটক এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন এর হাতে।

শুক্রবার (৮ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের নতুন রাডার বিল্ডিং এর পূর্ব পাশ থেকে অভিযুক্ত মোঃ জুয়েল মিয়া (৩৩) আটক করা হয়। তার কথাবার্তা সন্দেহজনক মনে হলে তাকে এএপি অফিসে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ ও তার দেহ তল্লাশি করা হয়।

জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে জুয়েল মিয়া জানান তার পেটে তিনি ইয়াবা ট্যাবলেট বহন করছেন। ইয়াবাগুলো কয়েকভাগে ভাগ করে কালো টেপে মুড়িয়ে কলার সাথে সেবন করেন তিনি। পরে বাংলাদেশ এয়ারলাইন্সে কক্সবাজার থেকে ঢাকায় ইয়াবা পরিবহন করে আনেন।
ডাক্তারের পরামর্শে প্রাকৃতিকভাবে জুয়েল মিয়ার পেট থেকে ৭১ টি ডিম্বাকৃতির কালো টেপ দ্বারা মোড়ানো ইয়াবা ট্যাবলেটের পোটলা উদ্ধার করা হয়। মোড়ানো পোটলা খুলে ৩০৮০ পিস ইয়াবা পাওয়া যায়, যার ওজন ৩০৮ গ্রাম।

পেটের মধ্যে বেশি পরিমান ইয়াবা নেয়ার কারণে আসামি অসুস্থ হয়ে পড়লে তাকে কুর্মিটোলা হাসপাতাল এ ভর্তি করানো হয়। এখন আসামি সুস্থ আছে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

Categories