শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৪:১২ অপরাহ্ন

অন্তর্বর্তী সরকারের চরিত্র তত্ত্বাবধায়ক সরকারের চেয়ে একটি ভিন্ন

প্রতিনিধির / ১৬ বার
আপডেট : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪

মির্জা ফখরুল ইসলাম আলমগীরের অত্যন্ত প্রিয় জায়গা লালমনিরহাট। সেখানে তিনি যেতে চান এমনই এক বক্তব্য করেছেন আজ ।দুলু সাহেবকে প্রায়ই বলি আপনি আমাকে এখানে এমনভাবে নিয়ে আসেন যাতে আমি দুই তিন দিন থাকতে পারি ।মঙ্গলবার দুপুরে লালমনিরহাটের বড়বাড়ি আবুল কাশেম মহাবিদ্যালয় মাঠে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা জানান ।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান অন্তর্বর্তী সরকারের চরিত্র তত্ত্বাবধায়ক সরকারের চেয়ে একটু ভিন্ন। বিপ্লবের পরে এই সরকার এসেছে ।এ বিপ্লবের প্রধান চালকা শক্তি হচ্ছে ছাত্ররা ।তারা সরকারের সঙ্গে সম্পৃক্ত আছেন ।তাই আমরা অন্যান্য যেসব তত্ত্বাবধায়ক সরকার দেখেছি এটি সেরকম নয় ।তাই এই সরকার সম্পর্কে কথা বলতে হলে বিশ্লেষণ করতে হলে সেই দিকটি লক্ষ্য রাখতে হবে।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদ আওয়ামী লীগ গত ১৫-১৬ বছরে বাংলাদেশের রাজনৈতিক কাঠামোকে সর্ম্পণভাবে ধ্বংস করে দিয়েছে। সত্যিকার অর্থে ফ্যাসিবাদ চালিয়ে আমাদের গণতন্ত্রের যে আকাঙ্ক্ষা ছিল, তা সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে। বিএনপিসহ অনেকগুলো দল ১৫ বছর ধরে সংগ্রাম-লড়াই করছি ফ্যাসিবাদের হাত থেকে মুক্তি পাওয়ার জন্য। এর মধ্যে আমাদের প্রায় ৭০০ নেতাকর্মী গুম হয়েছেন। প্রাণ দিয়েছেন কয়েক লাখ। প্রায় ৬০ লাখ মানুষকে মিথ্যা মামলা দিয়েছে। আমাদের চেয়ারপারসন, এ দেশের সবচেয়ে ‘জনপ্রিয়’ নেতা খালেদা জিয়াকে ৬ বছর জেলে থাকতে হয়েছে। আমাদের ভারপ্রাপ্ত তারেক চেয়ারম্যানকে মিথ্যা মামলা দিয়ে তাকে বিদেশে নির্বাসিত করা হয়েছে।
এ অবস্থায় অন্তর্বর্তী সরকারের কাছে জনগণের প্রত্যাশা অনেক উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, একটি সুষ্ঠু-অবাধ নির্বাচন তো আছেই, গত ১৫-১৬ বছরের জঞ্জালগুলো সংস্কারের মাধ্যমে সরিয়ে একটি নতুন বাংলাদেশ নির্মাণ করার যে ভিত্তি, তা প্রস্তুত করার আকাঙ্ক্ষা রয়েছে। আপনারা জানেন, রাষ্ট্র কাঠামো পরিবর্তনে আমরা দুই বছর আগে ৩১ দফা দিয়েছিলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

Categories