মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ০৪:২৭ পূর্বাহ্ন

নাশকতা মামলায় গ্রেপ্তার হওয়া আওয়ামী লীগ নেতার কারাগারে মৃত্যু

প্রতিনিধির / ১২ বার
আপডেট : মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০২৪

বগুড়া জেলা কারাগারে নাশকতা মামলায় গ্রেফতার হওয়া এক ওয়ার্ল্ড আওয়ামী লীগ নেতা মারা গেছে। দিবাগত রাত দুটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার নাম শহিদুল ইসলাম তিনি গদারপাড়া দক্ষিণপাড়ার মৃত কলিমুদ্দিনের ছেলে। বগুড়া পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বগুড়া জেলা কারাগারের সুপার ফারুক আহমেদ জানান, শহিদুল ইসলাম রতন আগে থেকে অসুস্থ ছিলেন। তার ডায়াবেটিস, শ্বাসকষ্ট ও হার্টের সমস্যা ছিল। সম্প্রতি কারাগারের মেডিকেল ওয়ার্ডে রাখা হয়েছিল তাকে। রোববার বিকেলেও রতনকে নেবুলাইজার দেয়া হয়েছিল। পরে রাতে ২টার দিকে তিনি মারা যান।
জেল সুপার বলেন, শহিদুল ইসলাম রতন এক মাস আগে নাশকতা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে আসেন। আসার পর থেকে তিনি নিয়মিত চিকিৎসা পেয়ে এসেছিলেন। সকালে তার মরদেহ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

Categories