সাভারে ড্যাফোডিল ইউনিভারসিটির পাশে অজ্ঞাত পরিচয়ে এক তরুণীর মাথা ও হাত বিচ্ছিন্ন চার খন্ডিত মরদেহ উদ্ধার। সোমবার দিবাগত রাতে সাভারের বিরুলিয়া ইউনিয়নে দাত্তাপারা এলাকায় সেতু নার্সারি ভেতর থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সাভারের বিরুলিয়া ইউনিয়নের দত্তপাড়া মহল্লায় সেতু নার্সারিতে রাতে মালিরা গাছে পানি দিতে যায় তখন হঠাৎ করে মাথা ও দুহাত বিচ্ছিন্ন মরদেহ দেকতে পায়। এলাকার মানুষ পুলিশ কে খবর দেয়।
সাভার মডেল থানার ইনচার্জ ওয়াজেদ বলেন, নিহতের মাথা ও দুহাত শরীর থেকে বিচ্ছিন্ন অবস্থায় উদ্ধার করা হয়েছে ধারণা করা হয়েছে। দুই বা তিনদিন আগে তরুণীকে হত্যা করা হয়েছে।তারপর তার হাত ও মাথা আলাদা করা হয়েছে। বিচ্ছিন্ন হাত মাথা একটা বস্তার ভেতর পাওয়া যায়। তবে কে বা কারা করেছে এখনই বলা যাচ্ছে না। তদন্ত করে বের করা হবে। তরুণীর পরিচয় জানার চেষ্টা করা হচ্ছে । সাভার মডেল থানায় এ নিয়ে একটা মামলা হবে ।তরুণীর বয়স আনুমানিক ২১ বছর।