গণঅভ্যুত্থানে আহতদের দেখতে গিয়ে তোপের মুখে পড়েছেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম ।তিনি রাজধানীর শেরেবাংলা নগরে জাতীয় অর্থপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে গিয়েছিলেন। তখনই এ ঘটনা ঘটে ।
সকালে ব্রিটিশ হাই কমিশনারূ শাড়াহ কুকসহ নিটোরে আহত দেখতে আসেন স্বাস্থ্য উপদেষ্টা ।রোগীদের পরিদর্শনের সময় উপদেষ্টার প্রটোকলে থাকা এক দায়িত্বরত ব্যক্তির বিরুদ্ধে রোগীকে ধাক্কা দেয়ার অভিযোগ ওঠে। এরপর শুরু হয় হট্টগোল।
সেখানে উপস্থিতরত লোকেরা জানান ,উপদেষ্টা আড়াই ঘন্টার বেশি সময় ধরে হাসপাতালে চতুর্থ তলায় ছিলেন। সেখানকার রোগীদের খোঁজখবর নেন ।বের হওয়ার পর সাংবাদিকরা কিছু বলার জন্য অনুরোধ করেন । এ সময় আশপাশের লোকজনদের স্বাভাবিকভাবেই সরতে বলা হয় ।তবে কেউ একজন হাত দিয়ে সরিয়ে দিচ্ছিল ।এতেই হট্টগোল শুরু হয। তবে কে কাকে ধাক্কা দিয়ে সরিয়েছে তাকেও বলতে পারেনা।
এদিকে নিটরের গেট বন্ধ করে বিক্ষোভ করে জনতা এতে যানজট দেখা দেয়
এ সময় জুলাই স্মৃতি ফাউন্ডেশনের অর্থ না পাওয়ারও অভিযোগ তোলেন অনেকে। তোপের মুখে দ্রুত হাসপাতাল ছাড়ার চেষ্টা করেন উপদেষ্টা ও ব্রিটিশ হাইকমিশনার। তবে বিক্ষোভকারীরা তাদের গাড়ি সামনে ঘিরে ধরেন। এক পর্যায়ে হাসপাতাল কর্তৃপক্ষ ও চিকিৎসকদের সহযোগিতায় তারা হাসপাতাল থেকে চলে যান।