শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৩:৩৭ অপরাহ্ন

বিএনপি জামাতের মধ্যে মতপার্থক্য থাকতে পারে কিন্তু দ্বন্দ নেই

প্রতিনিধির / ৮ বার
আপডেট : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪

শেখ হাসিনার বিদায় এরপরে এমন আলোচনা এখন বেশ জোরেশোরে হয়েছে রাজনীতির মাঠে বিভিন্ন সময় দল দুটো শীর্ষ নেতাদের দেয়া বক্তব্যে আলোচনাগুলো আগুনে ঘি দেওয়ার মতোই যেন উসকে দেয় তবে বিভেতে সুরমাচ্ছে দল দুটোর নেতারা এমন মানতে নারাজ তাদের মধ্যে দ্বিমত থাকলেও দেশ নির্মাণে ঐক্যের বিকল্প নেই এ বিষয়ে বিএনপির কমিটির সদস্যরা বলেন দূরত্বের বিষয়ে মুখে আনা উচিত গণতন্ত্রের বিরুদ্ধে আমরা সবার মধ্যে থাকবে

আর জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, একসঙ্গে চলতে গেলে প্রত্যেকের চাওয়া-পাওয়ার মধ্যে কিছু পার্থক্য থাকতেই পারে। আপনি যা চান আমি তা চাই না, এসব কারণে কিছু পার্থক্য থাকতেই পারে। সেটা জোটে থাকা অবস্থাতেও ছিল। দুটো রাজনৈতিক দলের যে সৌহার্দপূর্ণ সম্পর্ক থাকা উচিত আমাদের সঙ্গে বিএনপির সে সম্পর্ক আছে।

এখন তাই প্রশ্ন উঠেছে- আগামী নির্বাচন ঘিরে কি হবে দল দুটোর মাঠের বাস্তবতা? আবারো কি হবে জোটের ভোট নাকি ২০২২ এই চুকে গেছে সবকিছু?

মিয়া গোলাম পরওয়ার বলেন, জামায়াতে ইসলামী সব দলের সঙ্গেই কথা বলছে। মতবিনিময়ে প্রত্যেকের মধ্যেই আন্তরিকতা এবং সহযোগিতা লক্ষ্য করা যাচ্ছে। তফসিল ঘোষণা হলে নির্বাচন যত এগিয়ে আসবে তখন অনেক মেরুকরণ হবে। তখন বোঝা যাবে কার সঙ্গে কার জোট হচ্ছে কি হচ্ছে না। তখনকার পরিস্থিতিই বলে দিবে জোট হবে কি না। প্রেক্ষাপট বিবেচনায় হতে পারে যে কোনও কিছুই।

শুরুতে মতপার্থক্য থাকলেও আপাতত এক দাবিতে একমত দুই দলই। সব কথার শেষ কথা হলো, রাজনীতির মাঠে শেষ বলে কিছু নেই। প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন হতে হবে দ্রুতই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

Categories