বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪, ০১:৩৯ অপরাহ্ন

আমন সিজনে চালের দাম কমবে

প্রতিনিধির / ২২ বার
আপডেট : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪

আমন ধান বাজারে ওঠা শুরু হলে চালের দাম কমবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকারের খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার।বৃহস্পতিবার আজ খাদ্য ভবনে খাদ্য পরিস্থিতি নিয়ে সমন্বয়ে সবার শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান। তিনি আরো বলেন ,কিছু আমদানি পাইপ লাইনে আছে ।দেড় লাখ টন চাল গম আমদানির জন্য এলসি খোলা হয়েছে ।বর্তমানে চালের দাম স্থিতিশীল। নতুন আমন বাজারে ওঠা শুরু হলে চালের দাম আরো কমবে বলে আশাবাদী তিনি।

খাদ্য উপদেষ্টা আরো বলেন, আমি নিজেই বাজার করি, দাম নিয়ে চাপে আছি। আশা করি আমন ফসল উঠলে দাম কমবে ।তবে শীতকালীন সবজি অসময়ে বৃষ্টির জন্য ক্ষতিগ্রস্ত হয়েছে। সেটিও দ্রুত কাটিয়ে ওঠা সম্ভব বলে আশা প্রকাশ করেছেন ।

আগামী রোববার থেকে আমন সংগ্রহ অভিযান শুরু হবে জানিয়ে তিনি বলেন, বর্তমান সময়ে আমাদের প্রায়োরিটি আমন ধান। উত্তরাঞ্চলে আমনের বাম্পার ফলন হয়েছে। আগামী রোববার (১৭ নভেম্বর) থেকে আমন সংগ্রহ অভিযান শুরু হবে। কৃষক যেন উপযুক্ত দাম পায় সেজন্য আমন ধান সংগ্রহে কেজিপ্রতি ৩ টাকা বাড়ানো হয়েছে। চালেও বাড়ানো হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

Categories