শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৮:২৯ অপরাহ্ন

অস্ট্রিয়ার সাথে গ্যাস চুক্তি বাতিল করছে রাশিয়া

প্রতিনিধির / ২২ বার
আপডেট : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪

অস্ট্রিয়াতে  গ্যাস সরবরাহ বন্ধ করে দিতে যাচ্ছে রাশিয়া ।শনিবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে বলে জানিয়েছে দেশটি ।এই সিদ্ধান্তের মাধ্যমে ইউরোপের যে গুটি কয়েক দেশে এখনো গ্যাস সরবরাহ করছে রাশিয়া সেখানে দ্রুত ইতি টানার ইঙ্গিত দেয়া হলো ।এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ সংস্থা এ তথ্য জাণায় ।

প্রতিবেদনে বলা হয়, রাশিয়া শুক্রবার অস্ট্রিয়া কে জানিয়েছে যে , শনিবার থেকে ইউক্রেনের মাধ্যমে গ্যাস সরবরাহ স্থগিত করবে তারা ।রাশিয়া মূলত ইউরোপের দেশগুলোতে ইউক্রেন হয়ে সোভিয়েত আমলের প্রাচীন একটি পাইপ লাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ করে থাকে ।মূলত এ পাইপলাইনটি ইউরোপে রাশিয়ার প্রাচীনতম দেশ রপ্তানি রুট । যা এই বছরের শেষের দিকে বন্ধ হতে চলেছে।

এই স্থগিতাদেশের ফলে রাশিয়া এখন শুধু হাঙ্গেরি ও স্লোভাকিয়ায় উল্লেখযোগ্য গ্যাস সরবরাহ করবে। যদিও ২০২২ সালে ইউক্রেন যুদ্ধ শুরুর আগে ইউরোপীয় ইউনিয়নের মোট গ্যাস চাহিদার ৪০ শতাংশ মেটাতো মস্কো।

পশ্চিম ইউরোপের প্রথম দেশ হিসেবে রাশিয়া থেকে গ্যাস আমদানি শুরু করেছিল অস্ট্রিয়া। এই জন্য ১৯৬৮ সালে সোভিয়েত ইউনিয়নের সঙ্গে একটি গ্যাস চুক্তি স্বাক্ষর করেছিল দেশটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

Categories