শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৩:৪২ পূর্বাহ্ন

রোহিঙ্গা নিরসন নিয়ে উদ্যোগ প্রকাশ করেছেন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা

প্রতিনিধির / ১৭ বার
আপডেট : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪

রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশ তার প্রধান প্রতিবেশী দেশগুলোর কাছে আশানরূপ সমর্থন পায়নি এ কথা জানান পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা তৌহিদ হাসান ।শনিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিস আয়োজিত তিন দিনব্যাপী বেঙ্গল কনভারসেশন এর উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন ।

রোহিঙ্গা সংকট দ্রুত সমাধান না হলে বিশ্বের জন্য হুমকি হয়ে উঠবে জানিয়ে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, এটি খুব দ্রুত এবং খুব সহজে সমাধান হবে বলে আমি মনে করি না। তবে একটি বিষয় আমি এখানে উল্লেখ করতে চাই তা হলো- এই সমস্যার সমাধান না হলে, এটি বিশ্বের জন্য সমস্যা হয়ে উঠবে।
তিনি বলেন, ‘আমি কাউকে দোষারোপ করছি না, সবাই নিজের স্বার্থ দেখে। কিন্তু এটা রোহিঙ্গা ইস্যুতে আমাদের স্বার্থের সঙ্গে মিল আছে বলে মনে হয় না এবং যার জন্য বিষয়টি দীর্ঘায়িত হয়েছে এবং টানেলের শেষে কোনো আলো দেখা যাচ্ছে না।

রোহিঙ্গা তরুণদের নিয়ে ভবিষ্যৎ উদ্যোগের কথা তুলে ধরে উপদেষ্টা বলেন ,যে তরুণ প্রজন্ম যাদের ভবিষ্যতের কোন আশা নেই ।তারা অলস বসে থেকে অন্যরা কি করছে তা দেখবে এটা হতে পারে না। সময় আসবে যখন তারা শুধু বাংলাদেশের জন্য নয় আমাদের প্রতিবেশী ও অন্যান্য দেশের জন্য গুরুতর সমস্যা হয়ে দাঁড়াবে ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

Categories