শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৭:১৮ অপরাহ্ন

নির্বাচন দেরি হলে দেশে সমস্যা বাড়বে

প্রতিনিধির / ১৫ বার
আপডেট : সোমবার, ১৮ নভেম্বর, ২০২৪

অন্তর্বর্তী সরকারের ম্যান্ডেট নাই ,তারা নির্বাচিত নন। তাই যত দ্রুত সম্ভব সংস্কার শেষ করে নির্বাচন দিতে হবে। আর তা না হলে সরকার ক্ষমতায় থেকে যেতে চায়- এমন ভ্রান্ত ধারণা তৈরি হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সোমবার প্রেসক্লাবে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৮তম মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভায় এ কথা বলেন তিনি।
বিএনপি মহাসচিব এসময় গত দেড় দশকের গণতান্ত্রিক আন্দোলনকে পূর্ণতা দেয়ার জন্য শিক্ষার্থীদের কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, বিএনপি গত ১৫ বছর ধরে আন্দোলন করলেও শেষ গোলটা করেছে শিক্ষার্থীরা। তারা স্ট্রাইকার, বুক পেতে গুলি নিয়েছে তরুণ ভ্যানগার্ডরা। ছাত্রদের সঙ্গে কখনোই দূরত্ব সৃষ্টি করা যাবে না।
দ্রুত জাতীয় নির্বাচন ও সংস্কার ইস্যু নিয়ে মির্জা ফখরুল বলেন ,ছাত্ররা অনেক কিছুই করেছে আরো করবে। তাই অভিজ্ঞতা থেকে বলছি, দ্রুত নির্বাচন জাতির জন্য জরুরি। কারণ এই ধরণের সরকার যত বেশিদিন ক্ষমতায় থাকবে, তত বেশি সমস্যা তৈরি হবে। কারণ এটা তো নির্বাচিত সরকার নয়। সংস্কারের কথা বিএনপিও বলেছে। অবশ্যই সংস্কার চাই। সেটা যৌক্তিক সময় হতে হবে।এসব না করতে পারলে সমাজ পরিবর্তন করা যাবেনা।
দেশের রাজনৈতিক পট পরিবর্তনের এই সময় সবাইকে সতর্ক থাকতে বলেছেন বিনপি মহাসচিব মির্জা ফকরুল। বলেন, এমন কাজ করা যাবেনা, যা আমাদের দেশকে যেটা অস্থিরতার দিকে নিয়ে যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

Categories