ভারতের গুজরাটের পাঠান জেলায় ধরপুরে অবস্থিত জিএমইআরএস মেডিকেল কলেজে র্যাগিংয়ের শিকার হয়ে এক ছাত্রের মৃত্যু হয়েছে।
সোমবার ভারতীয় গণমাধ্যমে এ খবর প্রকাশ করা হয়।
নিহত ছেলের নাম অনিল মেথানিয়া। সে এমবিবিএস এর ১ম বর্ষের ছাত্র। এদিকে অনিলের মৃত্যুতে তার পরিবার তদন্তের দাবি করেছে।বলেছে যে তার মৃত্যু অস্বাভাবিক। আরো অভিযোগ করা হয় , সিনিয়রদের রেগিং এ অনিলের মৃত্তু হয়।
সুরেন্দ্রনগরের বাসিন্দা অনিল মেথানিয়া সম্প্রতি ডাক্তারি পড়ার জন্য জিএমইআরএস মেডিকেল কলেজে ভর্তি হন। স্থানীয় সময় গত শনিবার রাতে, তাকে এবং আরও কয়েকজন প্রথম বর্ষের ছাত্রকে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে সিনিয়র ছাত্রদের পক্ষ থেকে ডেকে পাঠানো হয়।
অভিযোগ রয়েছে, সিনিয়ররা তাদের একটানা তিন ঘণ্টা দাঁড় করিয়ে রাখেন এবং পরিচয় জানতে চান। এই সময়েই অনিল মাথা ঘুরে মাটিতে পড়ে যান।সহপাঠীরা তাকে সাথে সাথে হসপিটালে নিয়ে যায়। সেখান থেকে ডাক্তার জরুরি বিভাগ নিয়ে গেলেও বাঁচানো যাই নি তাকে।
তার শরীরে প্রচুর আঘাতের চিহ্ন ছিল।