মাঠ থেকে বিদায় । একজন পেশাদার খেলোয়াড়ের কাছে পরম আরাধ্য একটি বিষয় । সোমবার ইমরুল কায়েস লাল বলের ক্রিকেটে নিজের শেষ ম্যাচ খেলে মাঠ ছাড়েন । দেড় দশকের ক্যারিয়ারে জন্মস্থান মেহেরপুর থেকে ঢাকা ,মাঝখানে রাজশাহীতে কলকাতা কিংবা সেন্ট ভিনসেন্ট, ইমরুলকে দেখেছে ।কারণ লাল সবুজের প্রতিনিধি হয়ে ৩৯ টি টেস্ট ম্যাচ খেলেছেন তিনি ।
শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে নিজের অটোবায়োগ্রাফিতে লেখা যায় এমন অনেক কিছুই জানালেন । চারদিনের ম্যাচ কে বিদায় বললেও লিস্টে এ ও টি-টোয়েন্টি ক্রিকেট চালিয়ে যাবেন বলে জানান তিনি । এক্ষেত্রে অকপটে ইমরুলের সহজ স্বীকারোক্তি । তিনি বলেন আমার ফিটনেস এখন যে পর্যায়ে আছে তাতে ওয়ানডে ও টি টোয়েন্টি ম্যাচ খেলার জন্য প্রস্তুত আমি ।আরো কয়েক বছর খেলা চালিয়ে যেতে পারবো, নিজেকে টিকিয়ে রাখতে পারবো, চারদিনের ম্যাচ খেলার জন্য যে পরিমাণ শক্তি ও দৃঢ় মনোবল থাকতে হয়, তা এখন আর নেই। আমার মনে হয়েছে, আমি যদি নিজেকে তরুণদের সঙ্গে তুলনা করি এবং ওদের মতো ছন্দে (গতিশীল) খেলতে না পারি, তাহলে নিজেকে ছোট মনে হয় এবং লজ্জা লাগে। কিন্তু সংক্ষিপ্ত সংস্করণের ক্রিকেটে একদিনেই খেলা শেষ হয়ে যায়। এখানে ফুল এনার্জি দেয়া সম্ভব।