নারায়ণগঞ্জে সোনারগাঁয়ে ফ্রেশ টিস্যু পেপার গোডাউনে আগুন লেগেছে। আজ ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের খবর পেয়ে ৫টা ২৫ মিনিটের দিকে ঘটনাস্থলে পৌঁছায় ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট। কাজ করে আগুন নিয়ন্ত্রণে।
শেষ খবর পাওয়া পর্যন্ত আগুনের তীব্রতা বেড়ে যাওয়ার ফলে ফায়ার সার্ভিসের ১২ ইউনিট আগুন নেভানোর কাজ করছে।
ফ্রেশ টিস্যুর গোডাউনে আগুন লাগার পর প্রথমে সোনারগাঁও, গজারিয়া,এবং গজারিয়া বিসিক ফায়ার স্টেশনের ০৬টি ইউনিট আগুন নেভানোর কাজ করে। পরে বন্দর, কাঁচপুর ও সিদ্দিক বাজার ফায়ার স্টেশন থেকে আরও ৬টি ইউনিট ঘটনাস্থলে আসে।
তবে কী কারণে আগুন লেগেছে তা তাৎক্ষণিক নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস।