উত্তরায় ৪ টি দুর্ধর্ষ ছিনতাইকারী গ্রুপ কে সনাক্ত করেছে পুলিশ। এছাড়া সম্প্রীতি এক প্রবাসীর ছিনতাইয়ের ঘটনায় ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে ছিনতাইকৃত নগদ টাকা, বিদেশি মুদ্রা, মোবাইলসহ বিভিন্ন মালামাল।
বুধবার (২০ নভেম্বর) দুপুরে মিন্টোরোডে ডিএমপি মিডিয়া সেন্টারে ব্রিফিংয়ে এসব তথ্য জানান উপ-পুলিশ কমিশনার রওনক জাহান। তিনি জানান, এই এলাকার ছিন্তাইকারীরা ভবঘুরে টাইপের। তাদের কোন স্থায়ী ঠিকানা থাকেনা। যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারা মাদক মামলার আসামি।
তিনি আরো জানান ,এসব ছিনতাইকারীদের বেশিরভাগ পরিবার বিচ্ছিন্ন।তাদের মূল টার্গেট মাদকের অর্থ যোগার করা। কোনো কিছু ভাবনা চিন্তা না করেই অল্প টাকার জন্য হলেও দুর্ধর্ষ ভাবে ছিনতাই করে।
তিনটি থানার সমন্বয়ে বিমানবন্দরসহ আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে বলেও উল্লেখ করেন উপ-পুলিশ কমিশনার রওনক জাহান।