দুই মাস আগে থেকে চলা ইসরায়েল ও হিজবুল্লার মধ্যে চলা যুদ্ধ। তাদের সহিংসতায় দুইশর বেশি বাচ্চা মারা গেছে। আহত হয়েছে ১৫০০ শিশু। ইউনিসাফের মতে ,ইসরায়েল লেবাননে হামলা জোরদার করার পর থেকে দেশটিতে ইসরায়েলি বাহিনীর হামলায় প্রতিদিন গড়ে ৩ জন শিশুর মৃত্যু হচ্ছে। মঙ্গলবার (২০ নভেম্বর) এক প্রতিবেদনে তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি এ তথ্য জানায়।
জেনেভাতে এক সংবাদ সম্মেলনে এসব খবর প্রকাশ করেন জাতিসংঘের শিশু সাস্থ সংস্থা ইউনিফ। সংস্থাটির মুখপাত্র জেমস এল্ডার বলেন ,লেবাননে ২০০ এর বেশি শিশু মারা যাওয়ার পরেও এই সহিংসতা বন্ধে তেমন কোনো উদ্দ্যোক দেখা যাচ্ছে না। অনেক শিশু আহত, ট্রমাটিজ হয়ে আছে।
তিনি বলেন ,লেবাননের শিশুদের গাজার মতো ভয়ঙ্কর অবস্থা হওয়ায় শংকা থাকা সত্ত্বেও প্রভাবশালীরা অর্থপূর্ণ প্রতিক্রিয়া জানাতে ব্যর্থ হচ্ছে। লেবাননের শিশুদের জন্য সবার নীরবতা ভয়াবহ স্বাভাবিককরণে পরিণত হয়েছে।
তিনি গত ১০ দিনেই লেবাননে ইসরায়েলি হামলার তালিকা প্রকাশ করেন ,যেখানে দেখা যায় পরিবারের সাথে থাকা বেশিরভাগ শিশুকে হত্যা করা হয়েছে। জাতিসংঘের এই কর্মকর্তা লেবাননের শিশুদের সাথে এবং গাজার শিশুদের সাথে যা ঘটছে, তার মধ্যে “শীতল মিল” বলে উল্লেখ করেছেন।