শিরোনাম:
ইয়েমেনে যুক্তরাষ্ট্রের ভয়াবহ বোমা হামলায় ২৪ জনের মৃত্যু যুক্তরাষ্ট্রে টর্নেডোর তান্ডবে ৩৪ জনের মৃত্যু রাতারাতি হারিয়ে গেল জাম্বিয়ার কাফুয়ে নদী ঢাকা ছেড়েছেন জাতিসংঘের মহাসচিব সহায়তা চেয়ে এনবিআরকে বিজিবিএর ৫ প্রস্তাব বিশ্বজুড়ে ইসলাম বিদ্বেষ উচ্চহারে বৃদ্ধি পাচ্ছে তা নিয়ে চিন্তিত জাতিসংঘের মহাসচিব ৪৩ দেশের বিরুদ্ধে ভ্রমণ নিষেধাজ্ঞা করেছে ডোনাল্ড ট্রাম্প দুবাইয়ে সড়ক যানজট নিয়ন্ত্রণ ক্রমশ জটিল হয়ে উঠছে জামালপুরে দুই মাদ্রাসা শিক্ষার্থীকে শারীরিক নির্যাতন করার অভিযোগে শিক্ষক আটক পুঁজিবাজারে উন্নয়নের জন্য সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছে বিএসইসির চেয়ারম্যান
রবিবার, ১৬ মার্চ ২০২৫, ০২:০২ অপরাহ্ন

ঝিনাইদহে ৪৬ টি স্বর্ণের বিস্কুট উদ্ধার

প্রতিনিধির / ৪১ বার
আপডেট : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে ৫ কোটি ৯১ লাখ টাকা মূল্যের ৪৬টি স্বর্ণের বিস্কুটসহ ২ স্বর্ণ চোরাকারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি-৫৮)। সোমবার (১৮ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে তাদেরকে আটক করা হয়। ৫৮ বিজিবির অধিনায়ক কর্ণেল শাহ মো. আজিজুস শহীদ রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।

আটককৃতরা হলেন, ঝিনাইদহের মহেশপুর উপজেলার ছয়ঘরিয়া গ্রামের মৃত রজব আলী মন্ডলের ছেলে মো. আব্দুল কাদের মন্ডল (৬০) ও একই উপজেলার রায়পুর গ্রামের মৃত ইয়ার আলীর ছেলে মো. দুলাল হোসেন (৪০)।

বিজিবির অধিনায়ক কর্ণেল শাহ মো. আজিজুস শহীদ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি বাংলাদেশ সীমান্তের অভ্যন্তরে রায়পুর গ্রামের মাঠে অবস্থান নেয়। এ সময় দুই জন ব্যক্তিকে সীমান্তের দিকে যেতে দেখা যায়। তারা বিজিবির টহল দল দেখে দৌড়ে পালানোর চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাদের দুইজনকে আটক করে। পরে তাদের দেহে তল্লাশি চালিয়ে কোমরে লুকিয়ে রাখা ৪৬টি স্বর্ণের বিস্কুট জব্দ করা হয়। জব্দকৃত স্বর্ণের ওজন ৫ কেজি ৪৫৪ গ্রাম। যার আনুমানিক বাজার মূল্য ৫ কোটি ৯১ লাখ ৭২ হাজার ৭৫০ টাকা হবে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ