শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৬:৩২ অপরাহ্ন

অলরাউন্ডার রাঙ্কিং এর শীর্ষে হার্দিক পান্ডিয়া

প্রতিনিধির / ২৯ বার
আপডেট : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪

দক্ষিণ আফ্রিকার সফরে দলকে সিরিজ জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন ভারতীয় অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। টি-টোয়েন্টি সিরিজের পারফর্মেন্সে লিয়াম লিভিংস্টোন কে টপকে টি-টোয়েন্টির অলরাউন্ডার এর শীর্ষে হার্দিক পান্ডিয়া। বুধবার পুরুষদের র‍্যাংকিং এর সাপ্তাহিক হালনাগাদ যথারীতি প্রকাশ করেছে আইসিসি। যেখানে টি-টোয়েন্টি অলরাউন্ডারদেড় মধ্যে২ ধাপ এগিয়েছেন পান্ডিয়া।

ক্যারিয়ারের দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি অলরাউন্ডারদের তালিকা শীর্ষে উঠলেন হার্দিক। এর আগে গত জুলাইয়ে প্রথমবারের মতো অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে উঠেছিলেন তিনি। মূলত ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ অলরাউন্ড নৈপুণ্য দেখিয়ে তখন শীর্ষস্থান দখল করেছিলেন।

টি-টোয়েন্টি বোলারদের মধ্যে যথারীতি প্রথম দুই স্থানে ইংল্যান্ডের আদিল রাশিদ ও শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা।
ওয়ানডেতে আগের মতোই বোলারদের ভেতর সবার ওপরে পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি। ব্যাটারদের মধ্যে তালিকায় শীর্ষে শাহিনেরই সতীর্থ ও সাবেক অধিনায়ক বাবর আজম। অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে এক নম্বর আফগানিস্তানের মোহাম্মদ নবি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

Categories