ইসরায়েলের হামলায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় মৃত্যুর মিছিল থামছেই না। বুধবারও (২০ নভেম্বর) ছোট্ট এই ভূখণ্ডের উত্তরাঞ্চলে ইসরায়েলি বর্বর হামলায় অন্তত ৮৮ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে গাজায় নিহতের মোট সংখ্যা প্রায় ৪৪ হাজারে পৌঁছে গেছে।
আলজাজিরার খবর অনুযায়ী, ইসরায়েলি সামরিক বাহিনী উত্তর গাজায় ব্যাপক হামলা চালাচ্ছে। সেখানকার বেইত লাহিয়া ও গাজা সিটির শেখ রাদওয়ান পাড়ায় তাদের দুই হামলায় ৮৮ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ নিয়ে গত বছরের ৭ অক্টোবর থেকে এ পর্যন্ত ৪৩ হাজার ৯৮৫ জন মানুষ নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও এক লাখের বেশি মানুষ।
গত বছরের ৭ই অক্টোবর দক্ষিণ ইসরায়েলে প্রবেশ করে নজিরবিহীন হামলা চালিয়ে ১২০০ ইস্রায়েলীকে হত্যা করে এবং ২৫০ জন ইসরায়েলি ও বিদেশি নাগরিককে বন্দী করে গাজায় নিয়ে আসে হামাস। ওই দিন থেকে হামাসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে গাজায় নির্বিচারে বোমা ও ইস্থল হামলা করে আসছে ইসরায়েল।
১ বছর পর এই যুদ্ধ গাজা তে সীমাবদ্ধ নেই। হামাসের মিত্র হিজবুল্লাহকে দমনের নাম যুদ্ধ লেবাননে বিস্তৃত করেছে নেতানিয়াহু সরকার। লেবাননে এখন অব্দি ৩ হাজার মানুষ মারা গেছে।