সমৃদ্ধশালী ভবিষ্যত গড়তে ছাত্র জনতার কাছে প্রতিজ্ঞাবদ্ধ থাকার কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা। আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস হলে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরসূরীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা জানান।
প্রধান উপদেষ্টা বলেন বীর মুক্তিযোদ্ধারাই দেশের শ্রেষ্ঠ সন্তান। তাদের জন্যই দেশ স্বাধীন হয়েছে। মুক্তিযোদ্ধা,শহীদ,আহত ও জীবিত ছাত্র জনতার কাছে আমরা প্প্রতিজ্ঞাবদ্ধ থাকতে চাই। ছাত্র-জনতার আন্দোলনের ফলে যে সুযোগ তৈরি হয়েছে, তার মাধ্যমে বাংলাদেশকে পৃথিবীর সামনে দৃষ্টান্ত স্থাপনকারী দেশে পরিণত করতে আমরা শপথ নিয়েছি।ড. ইউনুস বলেন নতুন দেশে আমাদের দায়িত্ব সব মানুষকে বৃহত্তর পরিবারে আবদ্ধ করা। পরিবারে মতভেদ থাকবে, বাকবিতণ্ডা থাকবে কিন্তু আমরা কেউ কারও শত্রু হবো না। কাউকে তার মতের জন্য শত্রু মনে করবো না। কাউকে ধর্মের কারণে শত্রু মনে করবো না। আমরা সবাই সমান। এই সরকার সাম্য ও মানবিকতার ভিত্তিতে দেশ গড়তে প্রতিজ্ঞাবদ্ধ।
বাংলাদেশ বিশ্ব দরবারে মানবিক ও কল্যানকর রাষ্ট্র হিসেবে সমাদৃত। আমরা সব রাষ্ট্রের সাথে ভালো সম্পর্ক বজায় রাখবো। আমাদের পররাষ্ট্রনীতির ভিত্তি পারস্পরিক সম্মান, আস্থা, বিশ্বাস ও সহযোগিতা। জলবায়ু সংকট মোকাবিলা এবং বৈশ্বিক শান্তি ও অর্থনীতি সুসংহত করতে আমাদের একত্রে কাজ করতে হবে।