দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কিছুদিন আগে বিএনপি থেকে আওয়ামী লীগ দলে যোগ দেন ব্যারিস্টার শাহজাহান ওমর। তাকে আজ গ্রেফতার করেছে পুলিশ। নিজ নির্বাচনি এলাকা রাজাপুর থেকে বৃহস্পতিবার (২১ নভেম্বর) তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ঝালকাঠি-১ আসনের সংসদ সদস্য ছিলেন।
আজ বৃহস্পতিবার তার রাজাপুর সফর করার কথা ছিল। তার এই আগাম খবরে বুধবার সন্ধ্যায় রাজাপুর উপজেলা বিএনপি বিপুল সংখ্যক নেতা-কর্মী বিক্ষোভ মিছিল করে। মিছিল থেকে আলাদা দল হয়ে সদরে শাজাহানের বাসায় হামলা করে।
বৃহস্পতিবার সকাল পৌনে ৯টার দিকে শাহজাহান ওমর রাজাপুরে প্রবেশ করতে উপজেলারর সীমান্ত বাড়ইবাড়ি এলাকা অতিক্রম করে উত্তর পিংড়ি এলাকায় পৌঁছালে তার গাড়িতে অতর্কিত হামলা করে দুর্বৃত্তরা। এতে তার গাড়ি ক্ষতবিক্ষত হয়। এতে শাহজাহান ওমরও আহত হন। আহতাবস্থায় গ্রামের মধ্য দিয়ে প্রান্তিক পথ ঘুরে সাংগর গ্রামের বাড়িতে অবস্থান নেন।
তার একটু পর রাজাপুর থানায় ভাঙচুরের মামলা দিতে গেলে সেখানে বিএনপি কর্মীরা থানা ঘেরাও করে আটক করে রাখে। পরে কাঠালিয়া থানায় দায়ের হওয়া মামলায় তাকে গ্রেপ্তার করে পুলিশ।