শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০২:৪৬ পূর্বাহ্ন

২৮০০ কোটি ডলার লোকসান গৌতম আদানির ১ দিনে

প্রতিনিধির / ২৭ বার
আপডেট : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪

২৬৫ মিলিয়ন ডলার ঘুষ কেলেঙ্কারিতে জড়িত থাকার অভিযোগেনিউয়র্কের একটি আদালতে ভারতীয় আদানি গ্রুপের চেয়ারম্যান বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি গৌতম আদানিকে অভিযুক্ত করা হয়েছে। অভিযোগ দায়ের ছাড়াও তার বিরুদ্ধে গ্রেপ্তারি জারি করেছে মার্কিন আদালত। এমন খবরেই আদানি গ্রুপের শেয়ার বাজারে বড় দরপতন শুরু হয়েছে। ১ দিনেই তাদের লোকসান ২৮০০ কোটি মার্কিন ডলার।

কর্তৃপক্ষ জানিয়েছে, আদানি গ্রিন এনার্জির জন্য সৌরশক্তি প্রকল্পের একটি কাজ পেতে গৌতম আদানি ও অন্য সাতজন অভিযুক্ত ব্যক্তি ভারতীয় সরকারি কর্মকর্তাদের ২৫ কোটি ডলারের বেশি ঘুষ দেন। এই প্রকল্প থেকে ২০ বছরে তাদের ২০০ কোটি ডলার ফায়দা হওয়ার কথা ছিল। এটি ভারতের বৃহত্তম সৌরবিদ্যুৎ প্রকল্প।
গৌতম আদানি আর তার ভাইপো সাগর আদানি, আদানি গ্রীন এনার্জির একজন নির্বাহী কর্মকর্তা। সাবেক সিইও ভিনিত জৈন ঋণদাতা ও বিনিয়োগকারীদের কাছ থেকে তাদের দুর্নীতির কথা গোপন করে ৩০০ কোটি ডলারের বেশি ঋণ ও বন্ড সংগ্রহ করেন।
আদানি গ্রিন এনার্জির শেয়ারদর ১৭ শতাংশ কমেছে। আদানি গোষ্ঠীর অন্যান্য প্রতিষ্ঠানের শেয়ারদর ১০ শতাংশ হ্রাস পেয়েছে। শুধু বৃহস্পতিবার (২১ নভেম্বর) মাকের্ট থেকে ২৮ বিলিয়ন বা ২৮০০ কোটি ডলার মূল্য হারিয়েছে গোষ্ঠীটি। এর ফলে তাদের সামগ্রিক মূলধন কমে ১৪১ বিলিয়ন ডলার হয়েছে।
যুক্তরাষ্টের অভিযোগ দায়ের এবং গ্রেফতারি পরোয়ানা জারির খবরে আদানির ব্যবসায়িক সাম্রাজ্যে ধস নেমেছে। ২ বছরের দ্বিতীয়বারের মতো বড় ধরনের সংকটে পড়ল আদানি গ্রুপ। তার বছর দুয়েক আগে মার্কিন সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চ শেয়ারমূল্য কারচুপির অভিযোগ তুললে এমন সংকটে পড়েছিল আদানি গ্রুপ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

Categories