গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি বলেছেন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় টিকে থাকলে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়েছে। জেনারেল আজিজ তার খুনি ভাইদের প্রটেক্ট করে গেছেন। রাষ্ট্রীয় ক্ষমতা ব্যবহার করে বেনজিরের মত আমলারা কেবল ক্ষমতার দাপটে সম্পদের পাহাড় করেছেন। শেখ হাসিনার গণতন্ত্রের মোড়কে বাকশাল কায়েম করেছিলেন। গর্ব করে বলেছিলেন শেখ হাসিনা পালায় না. কিন্তু ছাত্র জনতার হাত থেকে রক্ষা পেতে ঠিকই দিল্লি পালিয়ে গেছে।
শনিবার দুপুরে রাজশাহী সাহেব বাজার জিরো পয়েন্টে রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরে নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার লক্ষ্যে গণ সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জুনায়েদ সাকি আরো বলেন নতুন নির্বাচন কমিশন গঠিত হয়েছে। প্রতিটি নির্বাচন কমিশনকে ব্যবহার করে আওয়ামী লীগ সরকার যে ফ্যাসিস্ট হয়ে উঠেছিল আমরা আর তা দেকতে চাইনা।আমরা এমন নির্বাচন কমিশন চাই যাতে এদেশের মানুষের ভোটের অধিকার আর কেউ কেড়ে নিতে না পারে।
তিনি বলেন, শেখ হাসিনা সরকারের ঘনিষ্ঠজন এস আলমের মতো প্রতিষ্ঠান ১০০ বিলিয়ন ডলার বিদেশে পাচার করে উন্নয়নের নামে আমাদের অর্থনীতি ফোকলা করে দিয়েছে।
৭২’র এর মতো ফ্যাসিস্ট সংবিধান না, গণতান্ত্রিক সংবিধান চাই দাবি করে তিনি বলেন, এই অভ্যুত্থান দাবি করে, আগামী নির্বাচনের আগে নতুন রাজনৈতিক শক্তি গড়ে তুলতে হবে।
শেখ হাসিনা সরকার নিজেদের লুটের টাকা সবাইকে ভাগ বাটোয়ারা করে মুখ বন্দ করে রাখতেন। এই রকম প্রস্তাব জোনায়েদ সাকিও পেয়েছেন দাবি করে তিনি এমন প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন বলেও জানান।