শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৫:১৯ অপরাহ্ন

ছাত্র-জনতার ওপর গুলি করা ছাত্রলীগের নেতা তৌহিদ গ্রেফতার

প্রতিনিধির / ১৬ বার
আপডেট : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র-জনতা আন্দোলনের সময় গুলি বর্ষণকারী যুবলীগ কর্মী তৌহিদুল ইসলাম ওরফে ফরিদ গ্রেফতার। পুলিশ জানায় ছাত্র-জনতার ওপর একাই ২৮টি গুলি ছড়েন তৌহিদুল। শুক্রবার রাতে সাতক্ষীরা জেলার কমলনগর এলাকা থেকে গ্রেপ্তার করে চট্টগ্রাম নগর এর চান্দগাঁও থানা পুলিশ। গ্রেপ্তার তৌহিদ চান্দগাঁও ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এসরারুল হকের অনুসারী হিসেবে পরিচিত। জিজ্ঞাসাবাদে তিনি ছাত্র-জনতার ওপর গুলিবর্ষণের কথা স্বীকার করেন। তার বিরুদ্ধে পাঁচটি হত্যাসহ ১২টি মামলা রয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে ১৭ জুলাই থেকে ৪ আগস্ট পর্যন্ত চট্টগ্রামে গুলিতে নিহত হন ১০ জন। আহত হন শতাধিক। এই ঘটনায় নিহত ব্যক্তির পরিবার ও স্বজনেরা নগরের বিভিন্ন থানা ও আদালতে অন্তত ২৫টিরও বেশি মামলা করেছে। এসব মামলায় নির্দেশদাতা হিসেবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের আসামি করা হয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

Categories