যুক্তরাষ্ট্রের অর্থমন্ত্রী হয়েছেন স্কট বেসেন্ট। নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাকে মনোনীত করেছেন। গতকাল শুক্রবার (২২ নভেম্বর) ট্রেজারি সেক্রেটারি হিসেবে নিজের দীর্ঘদিনের এই অর্থ উপদেষ্টার নাম ঘোষণা করেন তিনি।
বিনিয়োগকারী হিসেবে সুপরিচিত বেসেন্ট ইয়েল বিশ্ববিদ্যালয়ে বেশকয়েক বছর শিক্ষকতাও করেছেন। বরাবরই ট্রাম্পের আর্থিক নীতির প্রশংসা করে আসছেন বেসেন্ট।
বলা হচ্ছে, শুল্ককে সমঝোতার হাতিয়ার হিসেবে ব্যবহার করার নীতিকে পাকাপোক্ত করতেই তার ওপর দায়িত্ব দিয়েছেন রিপাবলিকান নেতা।