ফার্মগেট এ মানসী প্লাজা ভবনে আগুন লাগার ঘটনা ঘটেছে।আজ শনিবার সকাল ৯:২০ মিনিটের দিকে ভবনটির বেজমেন্টে আগুন লাগার খবর পাওয়া যায়।
খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে সেখানে যায় ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট। তবে অনেক ধোঁয়া থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে তাদের।
ধারণা করা হচ্ছে ,ভবনটির বেজমেন্টে মার্কেন্টাইন ব্যাংকের নথিপত্র ছিল। আগুনে এসব নথিপত্র পুড়েছে। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এছাড়া আগুনে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।