শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০২:৫৩ পূর্বাহ্ন

ময়নামতিতে 24 জাপানি সৈন্যদের কবর খননের কাজ সমাপ্ত

প্রতিনিধির / ১৬ বার
আপডেট : শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪

কুমিল্লার ময়নামতিতে ওয়ার্ক সিমেট্রি থেকে ২৪ জন জাপানি সৈনিকের সমাধি খনন কাজ নির্ধারিত সময়ের দুদিন আগে শেষ হয়েছে। শুক্রবার বিকাল ৫টার দিকে আনুষ্ঠানিকভাবে খনন কাজ শেষ করা হয়। খনন শেষে ২৪ টি সমাধির মধ্যে ২৩টিতে সৈনিকদের দেহা অবশেষে বিভিন্ন অংশ মিলেছে অপর একটি সমাধি থেকে কোন কিছুই পাওয়া যায়নি।

শীঘ্রই এসব দেহাবশেষ জাপানে নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। এর আগে ১৩ ই নভেম্বর খনন কাজ শুরু হয়ে ২৪ নভেম্বর শেষ হওয়ার কথা ছিল। কমনওয়েলথ ওয়ার গ্রেভস কমিশন এই যুদ্ধ সমাধি ক্ষেত্র তৈরি ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করে আসছে।

প্রসঙ্গত, কুমিল্লা সেনানিবাস এলাকায় অবস্থিত প্রায় ৬ একর জমিতে ময়নামতি ওয়ার সিমেট্রি অবস্থিত। ১৯৪১ সাল থেকে ১৯৪৫ সাল পর্যন্ত বার্মায় ব্রিটিশদের সাথে দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত ১৩টি দেশের ৭৩৮ জন সেনাকে এখানে সমাহিত করা হয়। এর আগে ১৯৬২ সালে একজন সৈনিকের দেহাবশেষ তার স্বজনরা যুক্তরাষ্ট্রে নিয়ে গিয়েছিলেন। বাকি ৭৩৭ জন সৈনিকের দেহাবশেষ এখানে থেকে যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

Categories