স্বামীর মোবাইল ফোনে সাবেক প্রেমিকের পাঠানো মেসেজ নিয়ে অপবাদের জেরে আত্মহত্যা করেছেন এক নববধূ। শনিবার সকালে মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
নিহত নববধূর নাম ফাহিমা আক্তার পপি (২২)। পপি উপজেলার চরবাটা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মো. সেলিমের মেয়ে। তিনি একটি কলেজের স্নাতক প্রথম বর্ষের ছাত্রী ছিলেন।
শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তার মৃত্যু হয়। বুধবার বিকেলে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নে নিজ বাড়ির পাশে এক আত্মীয়ের বাড়িতে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যার চেষ্টা করেন তিনি। ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে তাকে হাসপাতালে নেওয়া হয়।
জানা যায়, কলেজ পড়ার সময় মইন ইসলাম রিয়াদ নামে এক তরুণের সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল ওই তরুনীড়। গত সোমবার পারিবারিকভাবে একই গ্রামের এক ব্যক্তির সঙ্গে বিয়ে হয় তার। বিয়ের পর তিনি বাবার বাড়িতেই ছিলেন এর মধ্যে স্বামীর মত ফোনে ওই তরুণীর সঙ্গে আদান প্রদান করা বিভিন্ন মেসেজ পাঠান কথিত প্রেমিক।
এ নিয়ে স্বামী ও তার পরিবারের সদস্যরা বিভিন্ন অপবাদ দিতে থাকেন ফাহিমাকে। স্বামী সংসার করবেন না এবং তাকে ঘরে নেবেন না বলে জানান।এরপর বুধবার সন্ধ্যায় নিজ বাড়ির পাশে এক আত্মীয়ের বাড়িতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন ওই তরুণী। পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে গেলে শুক্রবার সন্ধ্যায় চিকিৎসাধীন তার মৃত্যু হয়।