বর্ডার-গাভাস্কার সিরিজে ১ম দিনে উইকেট পড়েছে ১৭ টি। যা অস্ট্রেলিয়ার মাটিতে ৭২ বছরের রেকর্ড ভেঙেছে।প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার পেসারদের তোপে ভারত মাত্র ১৫০ রানে অলআউট হয়ে যায়। ম্যাচে ঘুরে দাঁড়িয়ে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে ১০৪ রানে অলআউট ভারত। ১ম ইনিংসে ইন্ডিয়া লিড পায় ৪৬ রানের। বুমরাহ একাই তুলে নেন ৫ উইকেট।
১ম দিন ভারতের ১৫০ রানের জবাবে ব্যাট করতে নেমে ৬৭ রানে ৭ উইকেট হারিয়ে দিন শেষ করেছিল অজিরা। অ্যালেক্স ক্যারি এবং মিচেল স্টার্ক দলের ইনিংস টেনে নেওয়ার চেষ্টা করলেও ক্যারি দিনের শুরুতেই জাসপ্রিত বুমরাহর বলে আউট হন। এরপর নাথান লায়নও দ্রুত সাজঘরে ফিরলে ১০০ রানের আগেই অলআউট হওয়ার শঙ্কায় পড়ে স্বাগতিকরা। তবে মিচেল স্টার্ক অস্ট্রেলিয়াকে এ লজ্জা থেকে রক্ষা করেন।
স্টার্ক বল হাতে সহ ব্যাট হাতেও লড়াই চালান।হ্যাজলউডের সঙ্গে ২৫ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন,এবং নিজেও ১১২ বলে ২৬ রান করেন তিনি। তার এই ইনিংসের কল্যাণে অস্ট্রেলিয়া ১০৪ রান তুলতে সক্ষম হয়।
ভারতের পক্ষে বোলিং আক্রমণের নেতৃত্ব দেন জাসপ্রিত বুমরাহ। তিনি ৫ উইকেট নেন, যেখানে অভিষিক্ত হর্ষিত রানা দুর্দান্ত বোলিং করে ৩ উইকেট দখল করেন। সিরাজ তুলে নেন বাকি ২ উইকেট।