শুক্রবার স্যার ভিভ রিচার্জ স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং এর সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মেহেদী মিরাজ।প্রথম সেশনে ২৩ ওভার খেলা হয়। এই সময়ে বাংলাদেশ ২ উইকেট তুলে নিতে সক্ষম হয়। অন্যদিকে ওয়েস্ট ইন্ডিজ স্কোরবোর্ডে জমা করে ৫০ রান।
ম্যাচের ১৪তম ওভারে প্রথম সাফল্য আসে। তাসকিন আহমেদের কিছুটা লাফিয়ে ওঠা ডেলিভারি মোকাবিলায় ব্যর্থ হন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ক্রেইগ ব্রাফেট। বলটি অফ-স্টাম্পের বাইরে পড়ে ভেতরের দিকে ঢুকে তার পায়ে আঘাত করে। এলবিডব্লিউ’র সিদ্ধান্ত চ্যালেঞ্জ করেও রিভিউয়ে সফল হতে পারেননি ব্রাফেট। তিনি ৩৮ বলে মাত্র ৪ রান করে বিদায় নেন।
স্বাগতিকদের শুরুর দিকে চাপে রাখেন বাংলাদেশের পেসাররা। যদিও প্রথম ১০ ওভারে কোন উইকেটে দেখা মেলেনি তবে চাপ ধরে রাখেন তারা।
তৃতীয় উইকেট হিসেবে কেভেম হজ রান আউটে কাটা পড়লে ৮৪ রানে ৩ উইকেট হারায় ক্যারিবিয়রা। দলের হাল ধরেন মিকাইল লুইস ও অ্যালিক অ্যাথানাজে। চতুর্থ উইকেটে এ দুজন গড়েন ১৪০ রানের জুটি। তবে দুজনই নার্ভাস নাইটির শিকার হন। লুইস ৯৭ আর অ্যালিক আথানাজে থামেন ৯০ রান করে।