শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৭:২৮ অপরাহ্ন

আজ আবারো রাজধানীর বিভিন্ন জায়গায় রিকশাচালকদের বিক্ষোভ

প্রতিনিধির / ১২ বার
আপডেট : রবিবার, ২৪ নভেম্বর, ২০২৪

ব্যাটারি চালিত অটোরিকশা চালু রাখার দাবিতে রাজধানী সাইন্সল্যাব, ধানমন্ডি, মোহাম্মদপুরে, আবারো বিক্ষোভ করছেন রিকশাচালকেরা। তারা আজ আবারও সকাল থেকে বিক্ষোভ শুরু করেন। এ সময় তাদের বিভিন্ন শ্লোগান দিতে দেখা যায়। বিক্ষোভের ফলে ওই এলাকাগুলোতে যান চলাচল ব্যাহত হচ্ছে। এতে ভোগান্তিতে সাধারণ যাত্রীরা অনেকে পায়ে হেঁটে গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিতে হয়েছে।

প্রসঙ্গত, ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধে হাইকোর্টের দেয়া রায়কে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে আন্দোলন করছেন চালকরা। সড়কে অটোরিকশা চলতে দেয়ার দাবি করছেন তারা।

উল্লেখ্য, গত ১৯ নভেম্বর তিনদিনের মধ্যে রাজধানীর সড়কে ব্যাটারিচালিত অটোরিকশার চলাচল বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট। পাশাপাশি অটোরিকশা বন্ধে নিষ্ক্রিয়তা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না তা জানতে রুলও জারি করেন হাইকোর্ট। এরইমধ্যে এই আদেশের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত নিয়েছে রাষ্ট্রপক্ষ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো সংবাদ

Categories